Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাট হাতে রান পেয়ে যা বললেন সাকিব

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
ব্যাট হাতে রান পেয়ে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপের সময় থেকেই ভুগছিলেন সাকিব আল হাসান। চোখের সমস্যার জন্য বল দেখতেই হিমশিম খেতে হচ্ছিল নাম্বার ওয়ান অলরাউন্ডারের। এরপর চেষ্টা করেছেন নিজেকে ফিরে পেতে। কখনো চশমা পরে, কখনো হেলমেটে টেপ দিয়ে, মাথা বাঁকিয়ে নিজের ব্যাটিংটা ঠিক করতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বিপিএলেও ব্যাট হাতে সময় ভাল যাচ্ছিল না তার। তবে টানা ব্যর্থতার বেড়াজাল থেকে বেরুলেন গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে। টানা অনুশীলনের ফলই যেন মিলেছে মিরপুর শের-ই বাংলা মাঠে।

গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে করেছেন ৩৪ রান। ৩ ছয় আর ১ চারের পর অবশ্য আউট হয়েছেন বড় শট খেলতে গিয়েই। এমন ব্যাটিংয়ের পর অবশ্য সাকিব নিজেও কিছুটা স্বস্তিতে থাকার কথা। তবুও ম্যাচ শেষে ব্রডকাস্টকে জানালেন নিজের অতৃপ্তির কথা ব্যাটিং নিয়ে।

রংপুরের হয়ে ম্যাচসেরা হওয়া সাকিব বলেন, ‘ভালো ব্যাটিং করিনি। তবে হ্যাঁ, কিছু বল খেলতে পেরেছি, সেটা জরুরি ছিল। ২০ বলের মতো খেলেছি। তো পরের দুই ম্যাচে লক্ষ্য থাকবে ৩০ বল করে যদি খেলতে পারি, আমার জন্য ভালো হবে। আমার ছন্দ ফিরে আসার সম্ভাবনাটা আরও ভালো হবে।’

বোলিংয়ে অবশ্য সাকিব ফিরিয়েছেন ৩ ব্যাটারকে। যে কারণে তৃপ্তি ঝরেছে তার কণ্ঠে, ‘বোলিং ভালোই হচ্ছে। এখনও যেহেতু আঙুলের চোট পুরোপুরি সারেনি, তো সেই হিসাবে আমার মনে হয়, ভালোই হচ্ছে।’

নিজের চোখের সমস্যা নিয়ে অবশ্য এখনো দোটানায় সাকিব। চার জায়গায় ডাক্তার দেখিয়েও খুঁজে পাচ্ছেন না সমস্যা, ‘জানি না কোন সমস্যা হচ্ছে আমার। চেষ্টা করছি খুঁজে বের করতে। তবে এই মুহূর্তে যদি দলে অবদান রাখতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটাই করে যেতে চাই আমি।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন