Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কমলাপুর রেলস্টেশন থেকে বড়লেখার যুবক নিখোঁজ

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
কমলাপুর রেলস্টেশন থেকে বড়লেখার যুবক নিখোঁজ

বড়লেখা প্রতিনিধি:
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে মৌলভীবাজারের বড়লেখার মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই যুবকের নাম ছাব্বির আহমেদ (২৪)। গত ২৬ জানুয়ারি সে নিখোঁজ হয়। তাঁর সন্ধান না পেয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছাব্বির বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকার ছায়েক আলীর ছেলে।

নিখোঁজ ছাব্বিরের মা শিল্পী বেগম বুধবার বিকেলে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক ডাক্তার দেখিয়েছিন, কিন্তু তার ছেলে সুস্থ হয়নি। গত ২৬ জানুয়ারি ছাব্বিরকে তার বাবা পাবনায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যান। ঢাকায় যাওয়ার পর কমলাপুর রেলস্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এরমধ্যে হঠাৎ দেখেন ছাব্বির কোথাও নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি।

থানায় জিডি করেননি কেন-জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা বুঝতে পারিনি। কোনো হৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৭২৪৯২৮৮৩৪ ও ০১৭১৫৮৫৯৬৮৩ ফোন নম্বরে যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন