স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর পাংশায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাখিলা আক্তার পাখি (১৮) নামের এক তরুণীর মরদেহ রেখে পালিয়েছেন এক নারী। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি পুলিশের কাছে ময়নাতদন্তের জন্য হস্তান্তর করে।
পাখি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজাউদ্দিন সোহাগ বলেন, চাচীর পরিচয় দিয়ে এক নারী পাখিকে হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই তরুণী মৃত ঘোষণা করলে পরে ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
মেয়েটির মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। তবে মেয়েটির ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার বলেন, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নিহতের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।