Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
বগুড়ায় কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা কারাগার থেকে ধর্ষণ মামলার এক আসামি ইকবাল হোসেনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে ওয়াশরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। মৃত ইকবাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, জেলার সোনাতলা থানায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল জেলা কারাগারে বন্দি ছিলেন। শনিবার বিকালে ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

রোববার বিকালে ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!