হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের গ্রামীণফোন টাওয়ার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার মারুগাছ গ্রামের লোদা মিয়ার ছেলে জসিম মিয়া, কাঠিহারা গ্রামের অহিদ মিয়ার ছেলে আবুল মিয়া, একই গ্রামের হুমায়ুন এর ছেলে রায়হান মিয়া, আমির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ মিয়া, রুহিতনশী গ্রামের মৃত রজব আলীর ছেলে জুয়েল মিয়া ও আজমান মিয়া।
স্থানীয়রা জানান, লাখাই থেকে একটি মোটর সাইকেল হবিগঞ্জের উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের গ্রামীণফোন টাওয়ার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল দুটি থেকে ছিটকে পড়ে উল্লেখিতরা গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।