Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত অবস্থায় ট্রাক উল্টে মিলু মিয়া (১৯) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া-রবিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের দক্ষিণ চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।

নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মিলু ট্রাক নিয়ে রবিরবাজারের উদ্দেশ্যে বালু আনতে রওনা দেন। কুলাউড়া-রবিরবাজারের রাস্তার উপর দিয়ে ইটভাটার মাটিবাহী ট্রাক আসাযাওয়ার সময় রাস্তা মাটিতে ঢেকে যায়। গত রাতে বৃষ্টির কারণে সেই রাস্তা পিচ্ছিল হয়ে ছিলো। দুপুর ১২টার দিকে মিলু ওই সড়কের রাজার দীঘির কাছাকাছি পৌঁছামাত্র ব্রেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মিলু মারা যান।

কুলাউড়া থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে দেওয়া হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন