Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরের প্রেম শেষে কোন রীতিতে বিয়ে করছেন তাপসী?

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
১০ বছরের প্রেম শেষে কোন রীতিতে বিয়ে করছেন তাপসী?

বিনোদন ডেস্ক:
বলিউড কিংবা দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং সদ্য বিয়ে করেছেন জ্যাকি ভাগনানিকে। বিয়ের মৌসুম শেষ হতে না হতেই এবার বিয়ের করতে চলেছেন শাহরুখের ‘ডানকি’ নায়িকা তাপসী পান্নু।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ না করলেও তার প্রেমের খবর কারো অজানা নয়। ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেম সম্পর্ক তার। দুজনের সম্পর্কের বয়স ১০ বছর। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। মার্চের শেষেই তাপসী-ম্যাথিয়াস বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।

শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিয়ের খবরের সত্যতা নিয়ে জানতে চাওয়া হলে নায়িকার স্পষ্ট বলে দেন, ‘আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা পছন্দ করি না, আজও করতে চাই না’।

বহু বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দুজনের। তখন দক্ষিণী ছবির পরিচিত মুখ তাপসী সবে বলিউডে পা রেখেছেন। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।

তাপসীর প্রেমিক ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ডেনমার্কের হয়ে অজস্র নজির গড়েছেন এই শাটলার। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রুপা জিতেছিলেন তাপসীর প্রেমিক। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসাবে যোগ দেন।

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে সম্পর্কে তাপসী জানান, ‘আমার সমসাময়িক যে সব অভিনেতা-অভিনেত্রীরা বিয়ে করছে, মা-বাবা হচ্ছে তারা সবাই তাদের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে। সত্যি বলতে আমি কিন্তু এই সম্পর্কটা স্বীকার করতে কোনোদিন পিছপা হইনি, ক্যারিয়ারের একদম গোড়ার দিকে আমি প্রেমে পড়েছিলাম। তবে আমি চাইনি আমার প্রেমজীবন নিয়ে চর্চা হোক’।

তাপসী আরো জানান, ‘কোনোরকম ড্রামা ছাড়া, একটা ছিমছাম বিয়ে করতে চাই। একদিনের মধ্যেই যা মিটে যাবে’। তাপসীকে শেষ দেখা গেছে ডানকিতে। আপাতত অক্ষয় কুমারের সঙ্গে খেল খেল মের শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন