Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সম্রাট আকবর নারীদের তুলে এনে ধর্ষণ করতেন, মন্তব্য বিজেপি নেতার

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সম্রাট আকবর নারীদের তুলে এনে ধর্ষণ করতেন, মন্তব্য বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক:
‘আমরা যখন স্কুলে ছিলাম আমরা পড়েছি যে আকবর মহান ছিলেন। আমিও সেরকমই পড়েছি। তবে আমি শুনেছি তিনি মীনা বাজারে যেতেন। সেখানে নারীদের ও ছোট মেয়েদের তুলে নিতেন আর জোরপূর্বক করতেন ধর্ষণ।’

বিজেপি নেতা ও রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের এমন মন্তব্যে এবার নতুন করে দেশটিতে শুরু হয়েছে বিতর্কের ঝড়। এই বিতর্কিত মন্তব্যের জেরে বারবার খবরের শিরোনাম হচ্ছেন রাজস্থানের এই মন্ত্রী। এছাড়াও মুঘল সম্রাটকে তিনি স্বৈরাচারী বলেও আখ্যা দিয়েছেন।

মদন দিলাওয়ার বলেন, ‘একজন ধর্ষক কীভাবে মহান রাজা হতে পারেন? ভারতে আকবরের নাম নেওয়াও পাপ।’ এখানেই শেষ নয়, মদন দিলাওয়ারের দাবি, ‘আকবর অনুপ্রবেশকারী ছিলেন, তার সঙ্গে ভারতের কোনো যোগ নেই।’

শুধু তাই নয়, বেশ কদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছেন রাজস্থানের এই শিক্ষামন্ত্রী। রাজস্থানের কোটায় দুই শিক্ষককে বরখাস্ত করাকে ঘিরে ব্যাপক আলোচনা হচ্ছে। তাদের বিরুদ্ধে ধর্মান্তরিতকরণ ও লাভ জিহাদের অভিযোগ রয়েছে। গোটা ঘটনার সূত্রপাত এক হিন্দু মেয়ের নাম বদল করে মুসলিম নাম রাখা নিয়ে।

তারপরই স্কুল থেকে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে আর আরেকজনের বিরুদ্ধে চলছে তদন্ত। বিজেপির এই নেতা বলছেন, ধর্মান্তরিতকরণ নিয়ে ওই স্কুলে কোনো ষড়যন্ত্র চলছিল বলে তার কাছে তথ্য আসে। তারপরই এই পদক্ষেপ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন