Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাচ্চি খেতে গিয়ে পুড়ে মরলেন মা-মেয়ে

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ০১:১৮ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৪ | ০১:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
কাচ্চি খেতে গিয়ে পুড়ে মরলেন মা-মেয়ে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার লুৎফুন নাহার লাকী ও তার মেয়ে জান্নাতিন তাজরী নিকিতা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের মরদেহ খুঁজে পান স্বজনরা।

নিহতরা উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকার গোলাম মহিউদ্দিনের স্ত্রী ও মেয়ে। নিহত লুৎফুন নাহার লাকী ভিকারুননিসা নূন স্কুল এণ্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষক ছিলেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লুৎফুন নাহার লাকী বাসা থেকে দাঁতের চিকিৎসক দেখাতে বের হন। পরে চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে তার মেয়ে নিকিতাকে নিয়ে কাচ্চি খেতে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের একটি অভিজাত রেস্তোরাঁয় যান। পরে ওই ভবনে লাগা আগুনে মা-মেয়ে পুড়ে মারা যান।

শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় জানাজা শেষে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে লাকী ও তার মেয়ে নিকিতার লাশের দাফন সম্পন্ন করেন স্বজনরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন