Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ৪

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ০২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ০২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার রফিকুল ইসলাম রফুর বাড়ির চলাচলের রাস্তা থেকে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, স্থানীয় দক্ষিন ক্যাম্পেরঘাট গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে হারুন অর রশিদ (৩২), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আশ্রব আলী (২২), বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুন নুর (২৩) ও দক্ষিন ক্যাম্পেরঘাটের মাহাতাব মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০)কে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা শূল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমুল্য ২ লাখ ১০হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, অবৈধ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আট একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন