হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মো. আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আলা উদ্দিন উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. জহুর আলীর পুত্র।
সোমবার (৪ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুনী (১৯)এর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আলাউদ্দিনকে প্রধান আসামি করে ও ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এর পরই চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই দেলোয়ার ও খোরশেদ আলম সহ একদল পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, ধর্ষণের মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওই কিশোরীর মা জানান, গত রবিবার দুপুরে আমার মেয়েকে খাবারের জিনিসের প্রলোভন দেখিয়ে বাড়ির পশ্চিমে ছুরত আলী মেম্বারের পরিত্যাক্ত ঘরের ভিতরে ধর্ষণ করে। আমি এর প্রতিবাদ করায় ধর্ষকের ভাই সহ আত্মীয় স্বজন সবাই মারপিট করে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।