স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মহানগরের কানিশাইল বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় জুয়ার আসরে বসিয়ে জুয়া খেলা হয় এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা ও লামাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কোতোয়ালী থানাধীন খুলিয়াটুলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে নয়ন মিয়া (৩০), সিলেটের কোতোয়ালী থানাধীন শেখঘাট এলাকার খালেক মিয়ার ছেলে শাহেদ আহমদ (২৩), সিলেটের কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকার মো. আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) ও সিলেটের কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকার মৃত মঙ্গল চাষার ছেলে চন্দন চাষা (৬০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।