Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টাকা না দেওয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে ‍কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
টাকা না দেওয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে ‍কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:
নেত্রকোণায় টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী রুবিনা আক্তারকে (৩০) শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় স্থানীয়রা স্বামী সাইদুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকালে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা আক্তার উপজেলার খাটপুড়া গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। সাইদুল ইসলাম পাশের গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।

ওসি জানান, সাইদুল ইসলাম ও রুবিনা দম্পতি নিঃসন্তান। বিয়ের পর থেকেই সাইদুল তার শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রীর কাছে টাকা পয়সা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘরেই কুড়াল দিয়ে স্ত্রীকে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে। মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে ৩০২ ধারায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন