Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন পূরণে গাড়িকেই ‘হেলিকপ্টার’ বানিয়ে নিলেন দুই ভাই

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ১১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বপ্ন পূরণে গাড়িকেই ‘হেলিকপ্টার’ বানিয়ে নিলেন দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক:
বিয়ে করতে যাবেন দুই ভাই। তাদের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার। অভাব সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই শখের গাড়িটিকেই সরাসরি হেলিকপ্টারে পরিণত করেছেন তারা।

ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, আম্বেদকরনগরের ভিটি তহসিল এলাকার খেজুরি বাজারের বাসিন্দা ওই দুই ভাই ঈশ্বরদিন ও পরমেশ্বরদিন। শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। বিয়ের পর দুই ভাই হেলিকপ্টারের মতো গাড়িতে করে কনেদের বাড়ি আনতে চেয়েছিলেন। এজন্য তারা নিজেদের পুরোনো গাড়িকে হেলিকপ্টারে পরিবর্তন করেছিলেন। হেলিকপ্টার সদৃশ গাড়ি প্রস্তুত করার পর ঈশ্বরদিন রোববার (১৭ মার্চ) আকবরপুর নামক এলাকায় এটিতে ছবি আঁকার জন্য নিয়ে যান। তখনই গাড়িটি নজরে পড়ে পুলিশের।

সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ট্রাফিক সাব-ইন্সপেক্টর জয় বাহাদুর যাদব বলেন, এমন পরিবর্তন বেআইনি। এজন্য প্রথমে পরিবহন দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এরপরই হেলিকপ্টার সদৃশ গাড়িটি আটক করেছে আকবরপুর কোতোয়ালি পুলিশ। বাজেয়াপ্ত করা গাড়িটি সিও সিটি অফিসের ক্যাম্পাসে রাখা হয়েছে। যেখানে দিনভর ছিল দর্শকদের ভিড়। মানুষ দেখছিলেন কীভাবে গাড়িটিকে হেলিকপ্টারের আকার দেওয়া হয়েছে।

এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। বেশিরভাগ মানুষ এর প্রশংসা করেছেন এবং এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি নিরাপদ জায়গা দেওয়ার অনুরোধ করেছেন। কেউ কেউ আবার এমন গাড়ি বানানো বেআইনি বলে পুলিশের বাজেয়াপ্ত করার বিষয়টিকে মন থেকে মেনে নিতে পারেননি। একজন বলেছেন, ‘তাই বলি যে এই দেশটা ভালো নয়। দেশে নতুনত্বের কোনো জায়গা নেই।’ অন্যজনের দাবি, ‘আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি যেন তারা তাদের উদ্ভাবনটি নিরাপদ জায়গায় ব্যবহার করার অনুমতি দেয়।’

পুলিশের সিদ্ধান্তে দুই ভাই বেশ হতাশ। তারা বলছেন, যানবাহন পরিবর্তনের নিয়ম সম্পর্কে জানতেন না। সে কারণে নববিবাহিত কনেকে হেলিকপ্টারে নিয়ে আনার স্বপ্ন তাদের স্বপ্ন হয়েই রয়ে গেল।

যেহেতু দুই ভাই গাড়িটি হেলিকপ্টারে পরিবর্তন করার আগে কোনো অনুমতিপত্র নেননি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জেলার অন্য জনগণকে অনুরোধ করা হয়েছে, কর্তৃপক্ষের কোনো নির্দেশ ছাড়া যানবাহন পরিবর্তন করা যাবে না, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন