ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। আজ (২ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশনে হলে হবে সাইফের বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, পরিবারের পছন্দের পাত্রির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা।
এর আগে বুধবার রাতে একই ভেন্যুতে জমকালো আয়োজনে হলুদসন্ধ্যা অনুষ্ঠিত হয় সাইফউদ্দিনের। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি ভিডিও পোস্ট করছেন সাইফউদ্দিন নিজে। সেখানে তাকে বেশ নাচতে দেখা গেছে গানের তালে তালে।
গেল মঙ্গলবার নিজের হবু স্ত্রীর হাতের মেহেদী লাগানো ছবি ফেসবুক প্রোফাইলের ডেতে দিয়েছিলেন সাইফ। হাতের মধ্যে মেহেদীর ডিজাইনে ছিল ৭৪।
বিয়ের খবর নিয়ে সাইফউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।'
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।