স্টাফ রিপোর্টার:
মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া (৩৬) নামের সিলেটি এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার (২৪ মার্চ) স্থানীয় সময় সকাল নয়টার দিকে বাসা থেকে বের হয়ে কাজে যাওয়ার পথে গাড়ি চাপায় তিনি মারা যান।
নিহত মো. লিটন মিয়া দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ইসলামপুর (মুর্তি) গ্রামের মখলিছ মিয়ার পুত্র। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর যাবত ওমানে বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ।
জানা যায়- রোববার স্থানীয় সময় সকাল নয়টার দিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। পথিমধ্যে পেছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দেশে ফেরত আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।