Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ভারতীয় চিনি উদ্ধার, গ্রেপ্তার ১

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ভারতীয় চিনি উদ্ধার, গ্রেপ্তার ১

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে আমদানি করা ১১৭৮ কেজি ভারতীয় চিনি উদ্ধারসহ আব্দুল জলিল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) রাতে পৌর শহরের দক্ষিণ বাজারে পুলিশ অভিযান চালিয়ে চিনি জব্দ ও জলিলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল জলিল বড়লেখা উপজেলার ইয়াকুব নগর এলাকার মৃত হাজী সাজ্জাদ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই অপু দাশগুপ্ত সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দক্ষিণ বাজারস্থ হারিছ অ্যান্ড সন্স নামক দোকানের সামনে একটি ট্রাকের ভেতর থেকে বিভিন্ন রকমের ২৬টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ১১৭৮ কেজি ভারতীয় চিনি এবং ট্রাক জব্দ করা হয়।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদে এগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে জানায়। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জলিল এবং পলাতক আরও একজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন