Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোন নিহত

admin

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ০২:০৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ০২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোন নিহত

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতদের বাবা-মা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত দুইজন হলেন- আনাছ আহনাফ (২) ও তার বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬)। রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারে জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী শেরপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই ভাই-বোন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হন তাদের বাবা-মা। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।

ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে বলেও জানান ওসি ওয়াজেদ আলী।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন