Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ব্যবসায়ীর

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে আছকির আলী (৭০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এাগারোটার দিকে গোলাপগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আছকির আলী গোলাপগঞ্জ উত্তর বাজার এলাকার ব্যবসায়ী ও পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের সদস্যরা বলছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

এলকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করছিলেন আছকির আলী। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত লেগে রক্তাক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে আশেপাশে উপস্থিত জনতা চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!