Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১০:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১০:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি এলাকার আলোচিত হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কায়সার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি লোকড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আজাহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

আজাহার হোসেন জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে কায়সারকে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ মার্চ হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় একটি মাজারের ওরসে নাগরদোলায় চড়া নিয়ে দ্বন্দ্বের জেরে নৃশংসভাবে রফিককে হত্যা করে কায়সার ও তার লোকজন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়সার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

সহকারী পুলিশ সুপার আজাহার হোসেন আরও জানান, এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। ঘটনার পর পর অভিযুক্ত কায়সারসহ অন্যরা আত্মগোপনে চলে যান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!