Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৩ | ০৬:৪২ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৩ | ০৬:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

স্টাফ রিপোর্টার:
চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে রোমানিয়া। এ ছয় মাসে দেশটি ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র সেহেলী সাবরিন।

মুখপাত্র বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন।

সেহেলী সাবরিন জানান, ওই সময়ে এ বছর রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশিকে ভিসা দিয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!