হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ শহরে শিক্ষকের বাসায় চুরির ঘটনায় মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত চোরেরা হল, হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আবুল মিয়া (২৫) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের অসীম চন্দ্র রায়ের পুত্র রিংকু চন্দ্র রায় (১৯)।
বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষক আব্দুল আহাদের শহরের মাস্টার কোয়ার্টারের বাসায় চুরি সংঘঠিত হয়। এসময় চোরেরা বাসাটি থেকে বেশ কিছু মালামাল নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর থেকে একটি মাাইক্রোটেক আইপিএস মেশিনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। একই সাথে দুই চোরকে আটক করা হয়।
তিনি বলেন, মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুইজন চোরকে আটক করে মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।