অনলাইন ডেস্ক:
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার খুলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এর আগে, মার্চের ২৪ তারিখে অবকাশকালীন ছুটিতে যায় দেশের সর্বোচ্চ আদালত।
জানা যায়, রবিবার পুরোপুরিভাবে বিচারকাজে বসবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। সে হিসেবে দীর্ঘ ২৮ দিন ছুটির পর মুখরিত হচ্ছে আদালত প্রাঙ্গণ।
উল্লেখ্য, অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ খোলা থাকে। বাকিগুলো বন্ধ থাকে। অবকাশে অতীব জরুরি কিছু মামলা শুনানি করেন আদালত। বাকি মামলাগুলো নিয়মিত বেঞ্চে শুনে থাকেন।
আজ সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতত্বে বসবে আপিল বিভাগ। আর হাইকোর্টের অন্য বেঞ্চগুলো বসবে সিডিউল অনুযায়ী।
অবকাশের জন্য অনেক মামলা শুনানির জন্য অপেক্ষায় আছে। অবকাশ যেহেতু শেষ, তাই সবাই প্রস্তুতি নিচ্ছেন মামলাগুলো শুনানি করতে। দেওয়ানি ফৌজদারি রিটসহ নানা বিষয়ে মামলাগুলো শুনানির জন্য আজকে থেকে তালিকায় থাকবে। এদিন সকাল থেকেই বাড়তি চাপ থাকবে আদালতপাড়ায়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।