Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

সুনামগঞ্জ সংবাদদাতা:
শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্ট এলাকায় চলাচলকারী মাহিন্দ্র ট্রাক ও শহরের দিকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। অপর ২ দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
নিহত ব‍্যক্তির নাম সুরেশ রবি দাস (৪০)। তার বাড়ি শহরের ওয়েজখালি এলাকার পিরোজপুরে। আহতরা হলেন, শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া(২০) ও শহরতলীর ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস (৩২)।
প্রত‍্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্র ট‍্যাক সাটারিংয়ের মালপত্র নিয়ে যাচ্ছিল বেপরোয়া গতিতে। এ সময় বুড়িস্থল থেকে সিএনজি শহরে আসার পথে ভুবির পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন