Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার অপারেটরের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ০৬:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ | ০৬:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার অপারেটরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের আঞ্চলিক সংবাদপত্র দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার অপারেটর অমিত দাশ শিবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা ৪০ মিনিটের দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকার হোসনাবাদের একটি চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অমিত দাশ সিলেট সদর উপজেলার নরসিংটিলার এলাকার গৌর দাশ চাঁদের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাত সাড়ে নয়টার দিকে অফিসের কাজ শেষ করে তিনি কর্মস্থল ত্যাগ করেন। কিন্তু তিনি বাড়ি না ফেরার খোঁজাখুঁজি শুরু হলে রহস্যজনকভাবে নগরীর শাহী ঈদগাহ এলাকার হোসনাবাদের একটি চা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সতত্যা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে। আমরা লাশ উদ্ধার করেছি। দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!