Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এপিবিএনের জালে মাদক ব্যবসায়ী

admin

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
এপিবিএনের জালে মাদক ব্যবসায়ী

সুনামগঞ্জ সংবাদদাতা:
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অভিযানে একজন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৪ মে) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের এ ইউনিট। আটককৃত ৪০ বছর বয়সী তোফাজ্জল হোসেন সুনামগঞ্জ জগন্নাথপুরের আ. নুরের ছেলে।

সংবাদবিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, শুক্রবার বিকেলে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানাধীন কামরা খাই সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৪০) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএন জানায়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অভিযানা পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম তত্ত্বাবধান করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ মো. আছাবুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন