Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ফেরত পাঠানো হলো সেই ভারতীয় নারীকে

admin

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০২:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ফেরত পাঠানো হলো সেই ভারতীয় নারীকে

সুনামগঞ্জ সংবাদদাতা:
গত ৫দিন ধরে প্রেমের টানে বাংলাদেশে চলে আসা সেই ভারতীয় খাসিয়া নারীকে নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্তে সৃষ্ট গুঞ্জন আর কৌতুহলের অবসান ঘটেছে।

শুক্রবার (৩ মে) সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নারীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় বিজিবি, বিএসএফসহ ভারতীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের আবুল হাশেম ও সংরক্ষিত সাবেক ইউপি সদস্যা আফসানা আক্তার মিমের ছেলে মিনহাজুল আবেদীন মারুফ (২৩) সীমান্তের ওপারে ভারতে প্রায়ই যাওয়া-আসা করতেন। ওই সুবাদে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট খাসি হিল জেলার সিআরডি ব্লক মাইরাং থানার টিচ বাহ মাইভাং, বিপিও ল্যাংটোর ইস্টার্ন ওয়েস্ট হিলার ইস্ট মাইরাং এলাকার প্যানবোর্স্ক হেম সিয়েমলিহর মেয়ে দুই সন্তানের জননী ওয়ানপলি জিং কেমেন নংগ্রাম (২৩) এর সঙ্গে গড়ে ওঠে মারুফের প্রেমের সম্পর্ক।

রোববার (২৮ এপ্রিল) জিং কেমেন নংগ্রাম (২৩) সহসা চলে আসেন বাংলাদেশি প্রেমিক মিনহাজুল আবেদীন মারুফের বাড়িতে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে বিষয়টি অবগত করে ভারতীয় খাসিয়া জনগোষ্ঠী। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে জিং কেমেন নংগ্রামকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেয় বিজিবি। ওই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাতে আবারও বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ওই ভারতীয় নারীকে তার দেশে (ভারতে) ফেরত পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন