Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি!

admin

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি!

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাস্থ শিবির রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শিবির রোডের বাসিন্দা মৃত মো. আব্দুল মতিনের ছেলে হৃদয় আহমদ বাহার (৩০), মৌলভীবাজার সদর উপজেলার মাঝেরহাটি ছৈয়ারপুরের বাসিন্দা মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন (৩৭) ও একই উপজেলার মাতারকাপনের বাসিন্দা আছকর মিয়ার ছেলে মো. সাজু মিয়া (৩৫)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে- শুক্রবার রাতে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোবাইল এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন