Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ

admin

প্রকাশ: ১৫ মে ২০২৪ | ০৪:১১ অপরাহ্ণ | আপডেট: ১৫ মে ২০২৪ | ০৪:১১ অপরাহ্ণ

ফলো করুন-
টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ

স্টাফ রিপোর্টার:
টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) সকালে মহানগর পুলিশের অস্থায়ী সদর দপ্তরে তাকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম।

শাহপরাণ (রহ.) থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, থানায় সকল পুলিশ সদস্যদের নিয়ে টিম ওয়ার্ক করে কাজ করে যাচ্ছি। আমার এই অর্জনের দাবিদার থানার সকল অফিসার ও ফোর্সরা।

উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুরে ও তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন ও একাধিক বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন