Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাট উপজেলা নির্বাচন : বহিষ্কৃত বিএনপি নেতা স্বপন এগিয়ে

admin

প্রকাশ: ২১ মে ২০২৪ | ০৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৪ | ০৭:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাট উপজেলা নির্বাচন : বহিষ্কৃত বিএনপি নেতা স্বপন এগিয়ে

গোয়াইনঘাট সংবাদদাতা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা (কোষাধ্যক্ষ) ঘোড়া প্রতীকের প্রার্থী শাহ আলম স্বপনের মাঝে হচ্ছে লড়াই।

ইতোমধ্যে মিলেছে উপজেলার বিভিন্ন কেন্দ্রের ফলাফল। বিকাল ৬টা পর্যন্ত পাওয়া তথ্যমতে ১১টি কেন্দ্রের ফলাফলে শাহ আলম স্বপন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৯৫৮ ও ফারুক আহমদ পেয়েছেন (মোটরসাইকেল) ২ হাজার ৯৫০ ভোট।

উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৪টি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন