হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হাতে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব সরদারের ছেলে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় কাজ শেষে গিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তি বাড়ি ফেরার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রেমা-সাটিয়জুড়ী সড়কের লাতুরগাঁও এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে কোন কিছু বুঝে উঠার আগেই উপর্যপূরি কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। আর এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রতিবেশীদের সাথে মামলা-মোকদ্দমার কারণে এই হত্যাকান্ড। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।