স্টাফ রিপোর্টার:
বরিশালে নাঈম হাওলাদার (৩৫) ও তার পাঁচ বছরের কন্যা সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর কাউনিয়া মেইন রোডে পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানায়, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা।
নিহতরা হলেন- নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে ও তার মেয়ে রাবেয়া বশরী রোজা। নিহত নাঈম ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।
তদের পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত বলেন, চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তাদের সন্তান রাবেয়া বাবার সঙ্গে থাকত। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে নাঈমকে জানায়, বুধবার সকালে মেয়েকে নিয়ে যাবে। এই নিয়ে দুজনের মধ্যে ফোনে তুমুল ঝগড়াও হয়।
পরে নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা শেষে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, নাঈমের সামনের ঘরে বোন থাকলেও ঘটনাটি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।