স্টাফ রিপোর্টার:
প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর দাবি জানিয়ে আসছেন যাত্রীরা অনেক আগ থেকেই। যাত্রীসেবা বাড়াতে ২০২০ সালে ২ হাজার ১১৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ শুরু হলেও কখনো তা শেষ হয়নি। তবে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর চিন্তা-ভাবনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
জানা যায়- সিলেট থেকে ইউরোপ, আমেরিকায়ও সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কলকাতা ফ্লাইট চালু করবে। এমটি হলে এ রুট থেকে বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বাংলাদেশ বিমান। একই সাথে সিলেট থেকে রোগী ছাড়াও যার কলকাতায় ভ্রমণ করতে চান তারা সহজে যেতে পারবেন। একই সাথে সিলেট-কক্সবাজার রুটের স্থগিত ফ্লাইট আবার চালু করা হবে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ডিস্ট্রিক ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার জানান, সিলেট থেকে আমরা অনেকগুলো আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছি। সিলেট থেকে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি চালু করা হচ্ছে। এই সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এয়ারক্রাফট এবং ক্রু বাড়ানো সাপেক্ষে এটি করা হবে। তবে এতে কিছুটা সময় লাগবে। এমটি হলে যাত্রীদের ভোগান্তি কমে যাবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।