স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে পৃথক অভিযানে মাদকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মৃত আকরাম আলী ছেলে মো. বিলাল মিয়া (২০), একই গ্রামের মৃত আফতাব আলী ছেলে মো. শফিক আলী (২৫) ও মুন্সিগঞ্জ জেলা সদরের আকালমেঘ এলাকার ইসমাঈল ব্যাপারীর ছেলে মো. আলামিন ব্যাপারী (৩০)।
সোমবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, ৩০ জুন দুপুরে গোপন সংবাদে শহরতলীর বড়শালায় অভিযান পরিচালনা করে আলামিন ব্যাপারীকে (৩০) আটক করে দশ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে একই দিন বড়শালা বাইপাস পয়েন্টস্থ এমদাদ মিয়ার বাড়ীর সামনে কোম্পানীগঞ্জ-সিলেটগামী সড়কের উপর হতে অভিযান পরিচালনা করে মোঃ বিলাল মিয়া (২০) ও মোঃ শফিক আলীকে (২৫) আটক করে বিশ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।