Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিশার সঙ্গে প্রেম করছেন প্রভাস!

admin

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
দিশার সঙ্গে প্রেম করছেন প্রভাস!

বিনোদন ডেস্ক:
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। সিনেমাটি ছয় দিনে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটিরও বেশি রুপি আয় করেছে। শিগগিরই হাজার কোটি রুপির ক্লাবে পা রাখবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। স্বভাবতই এ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রভাস নিজেও।

আর এরমাঝেই চাউর হলো তার প্রেমের গুঞ্জন। অভিনেত্রী দিশার সঙ্গে প্রেম করছেন তিনি! এমনই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মূলত অভিনেত্রীর হাতে ‘পিডি’ নামে ট্যাটু দেখেই এ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। পি ও ডি দুটি শব্দকে ‘প্রভাস ও দিশা’ বলেই আখ্যাায়িত করতে চাইছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, দিশা পাটানি তার নামের উল্টো করে ‘পিডি’ অর্থাৎ পাটানি দিশা লিখেছেন।

প্রসঙ্গত, দিশা কল্কি সিনেমায় প্রভাসের সহশিল্পী। এ সিনেমার শুটিংয়ের সময়ই নাকি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এবার সেটা আরও বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে। এটা দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্তরা।

তবে সত্যিই তারা প্রেম করছেন, নাকি পুরোটাই গুজব- তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি কেউই।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!