Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:
মিরপুরে দ্বিতীয় ওয়ানডের স্মৃতি চট্টগ্রামের সাগরিকায় শেষ ওয়ানডেতে ফেরালেন লিটন দাস। আবারও শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে রাত পেলেন না লিটন। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরলেন। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে লিটন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩ রান। তামিম ইকবালের সঙ্গে ক্রিজে রয়েছেন শান্ত।

ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। সোমবার (০৬ মার্চ) শেষ ওয়ানডেতে

ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের।

অন্যদিকে, একাধিক পরিবর্তন রয়েছে সফরকারীদের একাদশে। এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে আজ অভিষেক হতে যাচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন