স্টাফ রিপোর্টার:
সিলেটে আবারও গোয়েন্দা পুুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চিনি। জব্দ হয়েছে ২ ট্রাক।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার প্যারাইরচক জলকরকান্দি এলাকার মোঃ আব্দুল আওয়ালের ছেলে জাহাংগীর আলম (২৭) ও একই থানার নাইখাই কোনারচর এলাকার মাহমুদুর রহমান সাকিল (২৩)।
আজ বৃধবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, বিশেষ অভিযানে সিলেট মহানগরীর এয়ারপোট থানার কাকুয়ারপাড় এলাকার সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে মাহমুদু ও জাহাংগীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ২৯৫ বস্তা ভারতীয় চিনি, যার মূল্য অনুমান ১৭ লাখ ৭০ হাজার টাকার এবং ০২টি ট্রাক পেয়ে জব্দ হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।