হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আব্দুস সালাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রবি উল্লাহসহ একটি চৌকস টিমের সহযোগিতায় উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের উজিরপুর গ্রামের আব্দুস সালাম (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ পিস ইয়াবা ট্যাবলেট। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।