Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিবিসির সাংবাদিকের স্ত্রী-দুই কন্যাকে হত্যা

admin

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ১১ জুলাই ২০২৪ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিবিসির সাংবাদিকের স্ত্রী-দুই কন্যাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় কাইল ক্লিফোর্ডকে (২৬) নামে এক ব্যক্তিকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে আহত অবস্থায় আটক করা হয়।

পুলিশ জানায়, হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১), তার দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং দুই মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশে শহরের নিজ বাড়িতে অবস্থানকালেই হামলার শিকার হন।

স্থানীয় এক নারী হান্টের পরিবার সম্পর্কে বলেন, তারা খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং কোমল মনের মানুষ। তারা সব সময় অন্যদের সাহায্যে এগিয়ে এসেছেন।

পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন।

বিবিসিতে ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন