Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসের কথা ভুলে গিয়েছিলেন শান্ত!

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভালোবাসা দিবসের কথা ভুলে গিয়েছিলেন শান্ত!

ক্রীড়া প্রতিবেদক:
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দল হিসেবে মঙ্গলবার ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। যেটা একেবারেই ভুলে গিয়েছিলেন ওপেনার শান্ত।

ম্যাচ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিলেটের এ ওপেনার। সেখানে প্রশ্ন করা হয় মাঠে স্ত্রীর সামনে ভালো ইনিংস খেলতে পেরে কেমন লাগছে, জবাবে শান্ত বলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তবে সত্যি কথা বলতে আজ ভেলেন্টাইনস ডে সেটা আমরা দুজনই (স্ত্রী) ভুলে গিয়েছিলাম। দুপুরের পর আমাদের মনে হয়েছে… অবশ্যই এই ম্যাচটা জিততে পেরেছি এটা তার জন্য একটা উপহার।

একসময় গণমাধ্যমে স্ত্রীকে ভালোবাসা প্রকাশের কথা বললে উত্তরে শান্ত বলেন, ভালোবাসা এখানে প্রকাশ করা যাবে না ভালোবাসা বাসায় প্রকাশ করতে হবে।

ফাইনালে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স লক্ষ্য কী থাকছে, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, আমরা তো শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলছি। আশা করছি, ওই দিনটা আমাদেরই হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন