Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৩:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৩:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার অব্যাহত আছে। এবার গ্রেফতার করা হয়েছে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি। গত পাঁচ বছর ধরে তিনি তেমন আলোচনায় না থাকলেও শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো।

এর আগে সন্ধ্যায় রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক দিনে আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন