Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর পর খুললো খালেদা জিয়ার ব্যাংক হিসাব

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৩:৫২ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৩:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
১৭ বছর পর খুললো খালেদা জিয়ার ব্যাংক হিসাব

স্টাফ রিপোর্টার:
২০০৭ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব ফখরুদ্দিন-মঈন উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় জব্দ করা হয়েছিল। এতদিন তার হিসাবটি বন্ধ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ব্যাংক হিসাব পুনরায় চালু করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার হিসাব পুনরায় চালু হলেও খালেদা জিয়ার হিসাব বন্ধ ছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েকবার খালেদা জিয়ার ব্যাংক হিসাব পুনরায় চালু করার আবেদন করা হয়েছিল, কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন