Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আরজি কর ধর্ষণকাণ্ডের মধ্যে এবার হেনস্তার শিকার পায়েল

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
আরজি কর ধর্ষণকাণ্ডের মধ্যে এবার হেনস্তার শিকার পায়েল

বিনোদন ডেস্ক:
আরজি কর ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুক্রবার সন্ধ্যায় টালিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় সামাজিকমাধ্যমে একটি লাইভ পোস্ট করে জানান—সন্ধ্যায় এক ব্যক্তি তাকে রীতিমতো আক্রমণ করেছে। তার গাড়ির কাচ ভেঙেছেন। এরপরই রাতে আপডেট দিয়ে জানালেন দক্ষিণ কলকাতার ডিসিপিকে।

হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, আরজি কর ধর্ষণকাণ্ডে বারংবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। এর মধ্যেই অভিনেত্রী পায়েলের অভিযোগ পায় তারা। অভিনেত্রী এ ঘটনা কলকাতা পুলিশকে জানান। এবার পুলিশ নড়েচড়ে বসে। তারা বুঝিয়ে দিল নারীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। এবং কোনো ক্রাইম ঘটলে দুষ্কৃতিকে ছাড় দেয় না।

কলকাতা দক্ষিণের ডিসিপির প্রোফাইল থেকে এদিন লেখা হয়— আজ বিকালে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সামাজিকমাধ্যমে এসে জানান তার সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছান এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, পায়েল মুখোপাধ্যায় এদিন লাইভে এসে জানান, তিনি যখন তার গাড়ি করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন, তখনই তার গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ— দোষ বাইকচালকের ছিল। তবু সেই ব্যক্তি নেমে এসে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে না চাইলে ঘুষি মেরে তার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে প্রশ্ন তোলেন এই শহরে নারীদের নিরাপত্তা নিয়ে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন