Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাতেই খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ গেট, সতর্কতা জারি

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ০৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ০৭:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
রাতেই খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ গেট, সতর্কতা জারি

রাঙামাটি প্রতিনিধি :
কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাঁধ কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে প্রতিটি গেটে ৬ ইঞ্চি করে পানি ছাড়বে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাবেক প্রধান বিচারপতি সিনহা

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বিকাল ৩টায় লেকে পানি আছে ১০৭.৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের স্বাক্ষরিত চিঠিতে আরও জানানো হয়, বৃষ্টিপাত নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ বাড়ানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে, ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে। তবে ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাই হ্রদের আশপাশের এলাকা পানি বৃদ্ধি পাচ্ছে। তাই জল কপাট (গেট) খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন