Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু

admin

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০৬:০১ অপরাহ্ণ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ০৬:০১ অপরাহ্ণ

ফলো করুন-
নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু

স্টাফ রিপোর্টার:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন।

সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!