Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৩৯০ আনসার কারাগারে

admin

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
৩৯০ আনসার কারাগারে

স্টাফ রিপোর্টার:
চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার মামলায় গ্রেফতার ৩৯০ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগরের পৃথক কয়েকটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৯১ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ চার থানার মামলায় অন্তত ৪৩৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অন্তত ৪ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যদের আসামি করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন