Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লুন্ঠিত অস্ত্র উদ্ধারে যে বার্তা দিলেন বিয়ানীবাজারের ওসি

admin

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০৮:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ০৮:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
লুন্ঠিত অস্ত্র উদ্ধারে যে বার্তা দিলেন বিয়ানীবাজারের ওসি

সংবাদ বিজ্ঞপ্তি:
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথ্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর বিক্ষুব্দ মানুষের রোষানলে পড়ে বিয়ানীবাজার থানা। এদিন ব্যাপক ভাংচুরের পাশাপাশি থানায় অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে বিয়ানীবাজার থানা পুলিশের একাধিক অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় বিক্ষুব্দরা।

লুন্ঠিত অস্ত্র উদ্ধারে কিংবা ফেরত দিতে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ। এই সময়ের মধ্যে যেকোন মাধ্যমে অস্ত্র ও গুলি ফেরত দেয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হবেনা বলেও জানান তিনি। অন্যথায় অস্ত্র উদ্ধারে ব্যাপক কার্যক্রম পরিচালনা করবে পুলিশ।

বিয়ানীবাজার থানার মিডিয়া উইং থেকে জানানো হয়, গত ২৫ আগস্ট রাতে বৈরাগীবাজার এলাকার গরুর বাজার মাঠে রাত ১১টার দিকে লুন্ঠিত অপর একটি অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!