Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

admin

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ০৪:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ০৪:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারুফ মিয়া নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় তার।

এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন মারুফ। মারুফ একই গ্রামের গেদা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মারুফ মিয়া নামে ওই কাঠ মিস্ত্রি প্রতিবেশী আমির মিয়ার বাড়িতে বেশ কয়েকদিন যাবত কাঠের কাজ করছিল। মঙ্গলবার কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন