Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ২৫শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১০ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা, সংসদ সদস্য পালিয়ে গেছেন ভারতসহ বিভিন্ন দেশে। এখনও সীমান্ত এলাকায় দিয়ে পালানোর চেষ্টা করছেন অনেকে। এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর এক বার্তায় জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

এদিকে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন