Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

admin

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশের পাশ থেকে স্বামীকে গ্রেফতার করা হয়।

ঘাতক রুবেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। নিহত স্ত্রী একই গ্রামের মোস্তফার কন্যা। রুবেল মিয়া ফজলুল হক মিলিটারির বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে চাকুরি করত।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারির ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী রুবেল মিয়া (২৬) স্ত্রী মাহমুদা আক্তারকে (২২) পরকীয়া প্রেমের সন্দেহে এলোপাথাড়ি মারধর করে।

এতে আহত স্ত্রী মাহমুদা আক্তার। তাকে মুমূর্ষু অবস্হায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ প্রাতক স্বামীকে স্ত্রীর লাশের পাশ থেকে গ্রেফতার করে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন